এ সময় তিনি বলেন, 'সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই। প্রতিবেশি হিসেবে দুই দেশকে একসঙ্গে থাকতে হবে। একে অপরকে বুঝতে হবে। এখন পর্যন্ত দু’পক্ষের কারো মধ্যেই কোনো বিষয়ে দুর্বলতা নেই। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় এবং এরপরও বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটি থাকবে।'
গেল নভেম্বরে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সও অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও জানান ভারতীয় সেনাপ্রধান।