অর্থনীতি
0

উচ্চ মূল্যস্ফীতির নতুন চাপে চিড়েচ্যাপ্টা হওয়ার দশা সাধারণ মানুষের

নতুন করে শতাধিক পণ্যে শুল্ক ও ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে বলে মন্তব্য করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বলেন, বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে।

নতুন করে শতাধিক নিত্যপণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। খাদ্যপণ্য থেকে শুরু করে সেবা নিতে বাড়তি খরচ গুণতে হবে ভোক্তা ও গ্রাহকদের। উচ্চ মূল্যস্ফীতির নতুন এই চাপে চিড়েচ্যাপ্টা হওয়ার দশা সাধারণ মানুষের।

নতুন করে শুল্ক ও কর বৃদ্ধিতে প্রতিবাদ সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের নেয়া সিদ্ধান্ত বিবেচনার কথা জানান তারা।

ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধে প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। সাধারণ মানুষের জীবনধারণে যেন কষ্ট না বাড়ে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। এছাড়া স্বল্পমূল্যে টিসিবির পণ্য চালু করার দাবিও জানানো হয় নাগরিক কমিটির পক্ষ থেকে।

নাগরিক কমিটি আখতার হোসেন বলেন, ‘গরিব মানুষ যেন পণ্য কিনতে পারে সেজন্য ট্রাকে করে বিক্রি করে ভর্তুকি মূল্যে। কিন্তু এইটা কেনার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে। যা একটি অবমাননাকর প্রক্রিয়া।’

এদিকে, শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারি সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কার্ড বাতিল করা, টিসিবির ট্রাক সেল কার্যক্রম বন্ধ করা। এইসব বন্ধ করার আগে সরকার যে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেয়। আপনার যদি ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফের কথা মতো দেশ চালাবেন তার বিরুদ্ধে দেশের জনগণ মাঠে নামবে।’

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপি। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। যা সরকারের প্রতি জনগণের আস্থায় চিড় ধরাবে বলেও মন্তব্য করেন নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘তারাই পাঠ্যবইয়ে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব ও বিএনপি সেনা ছাওনিতে প্রতিষ্ঠিত বলে হেয়প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। তাহলে এই সরকার কাদের।’

টিসিবির ট্রাক সেল চালু, ৪৩ লাখ পরিবারের বাতিলকৃত কার্ড পুনরায় চালুসগহ জীবনযাত্রার ব্যয় সাধারণের নাগালের রাখার দাবি উঠে আসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

ইএ