সেখানে তিনি বলেন, ‘ব্যাংক ঋণের সুদ হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি কমছে না। ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সুদহার কমাতে হবে।’
কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা ছাড়া হুট করে শতাধিক পণ্যে শুল্ক-কর আরোপ বৃদ্ধি করায় ব্যবসায়ীরা যেমন বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হবে একই সাথে অর্থনীতিও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পরবে বলে সমালোচনা করেন তিনি।
একই সাথে বিদেশি বিনিয়োগকারীদের ভ্যাট বৃদ্ধি হলে দেশীয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মত দেন। সেই সাথে নতুন ব্যবসায়ী তৈরিতে ব্যাংক ঋণ প্রক্রিয়া সহজ এবং ক্ষুদ্র,কুটির ও মাঝারি শিল্পের নীতি সংস্কার করারও দাবি জানান তিনি।
এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, গুটিকয়েক ব্যবসায়ীরা রাজনীতিতে জড়িয়ে ব্যবসায়ীর আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সবাইকে বিচার না করার অনুরোধ জানান তিনি।