দেশে এখন
0

অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে রেস্তোরাঁর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত

অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'হঠাৎ করে ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধিতে রেস্তোরাঁ সেক্টরে ক্ষুদ্র উদ্যোক্তারা আতঙ্কিত, দিশাহীন।'

তিনি বলেন, 'রেস্তোরাঁ ব্যবসার উপর ১৫ শতাংশ এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পূরক শুল্ক (এস.ডি) নির্ধারণ করা হচ্ছে ১০ শতাংশ যা অনেকটাই অযৌক্তিক।'

রেস্তোরাঁ সেক্টরের চলমান সংকট নিরসনে সরকার উদ্যোগী হবে ও একই সাথে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে উল্লেখ করে তিনি আহ্বান জানান,পূর্বের ন্যায় ৫ শতাংশ ভ্যাট কার্যকর করার।

পরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কিছু দাবি উত্থাপন করা হয়।

ইএ