দেশে এখন
0

আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮ দশমিক ৩ এবং ঢাকায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস এটি নিশ্চিত করেছেন।

আগামী ৬-৭ তারিখ পর্যন্ত এ অবস্থা থাকার সম্ভাবনা। এতে দেশজুড়ে তাপমাত্রা কমে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আজ দেশের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতা বেড়েছে। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। ঢাকার আকাশেও সূর্যের দেখা মেলেনি।

তবে, পৌষের হিমশীতল আবহে নগরবাসী নানাভাবে শীত উৎযাপন করছে। সপ্তাহের ছুটির দিন হওয়ায় চায়ের চুমুকে আড্ডায়, পিঠাপুলির আয়োজনের পাশাপাশি নানাভাবে উৎযাপন করতে দেখা যায়।

এএইচ