দেশে এখন
0

'জুলাই গণঅভ্যুত্থানে দেশে নতুন গতিশীল নেতৃত্বের জন্ম হয়েছে'

জুলাই গণঅভ্যুত্থানে দেশে নতুন গতিশীল নেতৃত্বের জন্ম হয়েছে। পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে জনগণের কাছে অপশন তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

খামারবাড়িতে দ্যা বাংলাদেশ ডায়ালগ কর্তৃক আয়োজিত 'রাজনীতির অভিমুখ: সংস্কার ও নির্বাচন' শীর্ষক ডায়ালগে প্রেস সচিব বলেন, 'সরকার কাউকে মাইনাস করতে চায় না। তবে যারা জুলাই আগস্টের খুনের সাথে জড়িত ছিল তাদের রাজনীতি করার অধিকার নাই।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে ২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্তে আসতে হবে। যেখানে আগামীর নতুন বাংলাদেশের বীজ রোপণ হবে।'

ডায়লগে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের রাজনীতির কোন ভবিষ্যৎ নাই।'

আওয়ামী লীগ থেকে দলে ভেড়া নব্য বিএনপির নেতাকর্মীরাই চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে বলেও জানান তিনি।

ইএ