ড. তোফায়েল আহমেদ জানান, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা যাতে অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে সংস্কার প্রতিবেদনে সুপারিশ করা হবে।
কমিশন জানায় ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে ২৩ হাজার কোটি টাকা বেশি খরচ করেছে আওয়ামী লীগ সরকার। সেক্ষেত্রে সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একই সময়ে হলে স্থানীয় নির্বাচন ৬০০ কোটি টাকায় করা সম্ভব বলে জানান ড. তোফায়েল আহমেদ।