তিনি বলেন, ‘সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দিলে তা মেনে নেয়া হবে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সংস্কার ও বিচারবিহীন নির্বাচন যদি দেয়া হয় এবং কোনো একটা দলকে ক্ষমতায় বসিয়ে দেয়ার জন্য বিচার ও সংস্কার ছাড়া যদি নির্বাচন চাপিয়ে দেয়া হয় তাহলে অবশ্যই তা মেনে নেয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরোনো সংবিধান ও ব্যবস্থা আকঁড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।’
’৭১ ও ’২৪ আলাদা কিছু নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘৫৪ বছর স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতে ’২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে।’
তিনি বলেন, ‘৭১ এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই। ১৫ বছর ধরে একটা ফ্যাসিজম বাংলাদেশের ওপর চেপে বসেছিল। সেজন্য আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। ৭১ এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৫ এ আমরা সেই বৈষম্যহীনতার কথাই বলছি। যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে আমরা মনে করি তারা ২৪ এর গণঅভ্যুত্থানকে, ছাত্র-জনতার বিজয়কে সঠিকভাবে উপলব্ধি করতে পারে নি।’
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি, যে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন আমরা মনে করি এ পথে গেলে গণতন্ত্রের প্রতি জাতির একটি পুনরুত্থান হবে।’
যারা দু’টি পরস্পর বিরোধী করতে চায় তাদের উদ্দেশ্য অসৎ বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি, তবে ’২৪ এর আকাঙ্ক্ষা থেকে সরে গেলে ঐক্য থাকবে না।’