স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (বুধবার, ২৬ মার্চ) তিনি শুভেচ্চা বার্তা পাঠান। বার্তায় বলা হয়, ওয়াশিংটন বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার যাত্রাকে সমর্থন করে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বিশেষ দিনটি উদ্‌যাপনের এ সময়ে আমি দেশটির জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ পাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী।’—বাসস

এসএইচ

BREAKING
NEWS
3