দেশে এখন
0

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ২৬৩ কোটি টাকার অনিয়ম তদন্তে দুদকের অভিযান

বেশ কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করে তারা। আজ (রোববার, ৫ জানুয়ারি) দুপুরে দুদকের ৪ সদসের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

এসময় সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের অভিযান পরিচালনা করা দলটি।

মূলত উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরোর অধীনে ১ হাজার ৬০২ কোটি টাকার প্রকল্পে ২৬৩ টাকার অনিয়মের অভিযোগ পেয়েছে বলে জানায় দুদক।

যেখানে ঝরে পরা শিশুদের শিক্ষার আওতায় আনা প্রকল্পে, নিয়োগ ও বদলি, ও অবকাঠামো নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের কথা বলেন তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সোমবারের মধ্যে প্রয়োজনীয় সব কাগজ পত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে দুদক। একইসাথে এ বিষয় তাদের কাছ থেকে পাওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানান দুদকের অভিযান পরিচালনাকারী দলটি।

এদিকে, সব অভিযোগ অস্বীকার করেছে পরিকল্পনা পরিচালক।

ইএ