উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ২৬৩ কোটি টাকার অনিয়ম তদন্তে দুদকের অভিযান

দেশে এখন
0

বেশ কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করে তারা। আজ (রোববার, ৫ জানুয়ারি) দুপুরে দুদকের ৪ সদসের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

এসময় সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের অভিযান পরিচালনা করা দলটি।

মূলত উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরোর অধীনে ১ হাজার ৬০২ কোটি টাকার প্রকল্পে ২৬৩ টাকার অনিয়মের অভিযোগ পেয়েছে বলে জানায় দুদক।

যেখানে ঝরে পরা শিশুদের শিক্ষার আওতায় আনা প্রকল্পে, নিয়োগ ও বদলি, ও অবকাঠামো নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের কথা বলেন তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সোমবারের মধ্যে প্রয়োজনীয় সব কাগজ পত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে দুদক। একইসাথে এ বিষয় তাদের কাছ থেকে পাওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানান দুদকের অভিযান পরিচালনাকারী দলটি।

এদিকে, সব অভিযোগ অস্বীকার করেছে পরিকল্পনা পরিচালক।

ইএ