আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকায় গাছে পেরেক অপসারণের মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটের আতশবাজি, পটকা ফুটানো বন্ধে সন্ধ্যার পর পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে।’ এ সময় পরিবেশ উপদেষ্টা থার্টিফার্স্টে পটকা ফুটানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করেন। নগরবাসীকে পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে উঠার গুরুত্ব দেন।
বন অধিদপ্তরের উদ্যোগে গাছ সুরক্ষা কর্মসূচিতে তিনি আরো বলেন, ‘গাছ সুরক্ষা আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন বন্ধের বিষয়টি প্রাধান্য পাবে।’
এ সময় তিনি আরো জানান, আইনের বিধি চূড়ান্ত হলে শাস্তির বিধানও রাখা হবে।