গত শনিবার (২৮ ডিসেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ডাটা জার্নালিজম নিয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে।’
তিনি বলেন, ‘টিআইবি সব সময়ই গণমাধ্যমের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং ও কঠিন। তবে, আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এখন যা হচ্ছে সেটি সামনে আরো ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে।’
টিআইবি আয়োজিত এ কর্মশালায় গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৫জন সংবাদকর্মী অংশ নেন। কর্মশালায় সাংবাদিকদের ডাটা বিশ্লেষণ, ডাটা সংগ্রহ ও সঠিক পদ্ধতিতে তা উপস্থাপনের কলাকৌশল শেখানো হয়।
আধুনিক কম্পিউটার টুলের ব্যবহার ও ডাটানির্ভর গল্প তৈরির কৌশল নিয়ে বিস্তর আলোচনা ও হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন টিআইবির সহকারী সমন্বয়কারী কে এম রফিকুল আলম, রিফাত রহমান ও ডেপুটি সমন্বয়কারী জাফর সাদিকসহ প্রমুখ।