আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন ওয়েল্টহাঙ্গারহিলফের প্রকল্প প্রধান মামুনুর রশিদ।
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক, বিপণনকারী থেকে ভোক্তা—সব পর্যায়ের অংশীজনকে সচেতন ও উদ্যোগী করার বিষয়কে প্রাধান্য দিয়ে ওয়েল্টহাঙ্গারহিলফে, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের (বিএমজেড) আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মশালাটির আয়োজন করা হয়।
কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)। সংস্থার উদ্যোগে স্ট্রেংদেনিং স্মলহোল্ডার ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজিয়ন অব বাংলাদেশ’ প্রকল্পের অধীন ‘এন্ড লাইন ইভালুয়েশন ফাইন্ডিংস: শেয়ারিং ইনসাইটস অ্যান্ড লেসনস লার্নড’ শিরোনামে কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় বলা হয়, নিরাপদ ও পুষ্টি গুণসম্পন্ন খাবার মানুষের মৌলিক অধিকার। মানুষের তৈরি দুর্যোগ ও প্রাকৃতিক কারণে সারা বিশ্বে মানুষ খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অভাবে ভুগছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট। তাছাড়া কেমিক্যালের ঝুঁকি, জৈবিক ও শারীরিক মাধ্যমেও খাদ্য দূষণ হতে পারে। এ অনিরাপদ খাবার খাওয়ার ফলে নানা ধরনের রোগ হয় এবং সারা বিশ্বে প্রায় ৬০ কোটি মানুষ অনিরাপদ খাদ্য দ্বারা আক্রান্ত।
ওয়েল্টহাঙ্গারহিলফে সুনামগঞ্জের হাওর এলাকার প্রান্তিক কৃষককে জলবায়ু বান্ধব, টেকসই জৈব প্রযুক্তির সাহায্যে নিরাপদ খাদ্য উৎপাদনের প্রকল্পটি পরিচালনা করেছে এবং তা সফলভাবে সমাপ্ত হয়েছে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. সাইফুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা রাজী, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য পরিচালক ড. মো. বখতিয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েল্টহাঙ্গারহিলফে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর (অন্তর্বর্তীকালীন) কেলভিন শিংলস। কর্মশালায় উপস্থিত অতিথি এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা রাজী।—বিজ্ঞপ্তি