দেশে এখন
0

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আবারো ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

এক সপ্তাহের ব্যবধানে আবারো শাহবাগ অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকরা। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন ভাতা ২৫ হাজার থেকে ৫০ হাজার করার দাবিতে আজ (রোববার, ২৯ ডিসেম্বর) আবারো শাহবাগে অবরোধ করেন তারা।

দীর্ঘদিন থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ন্যায্য বেতনের দাবি ছিল। চলতি বছরের ১৪ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকরা প্রথমবার রাস্তায় নামে তাদের দাবি নিয়ে। সে সময় শাহবাগে মশাল মিছিল করে তারা। এরপর গত ২২ ডিসেম্বর শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

প্রাথমিকভাবে তাদের বেতন ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর ঘোষণা এলেও ৫০ হাজার টাকা ভাতা কিংবা ৯ম গ্রেড সুযোগ সুবিধা না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার সিদ্ধান্ত ট্রেইনি চিকিৎসকদের।

এদিকে রাস্তা আটকে বিক্ষোভ করায় সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে শাহবাগ এলাকার চারপাশে তীব্র যানজট তৈরি হয়েছে।

এএম