দেশে এখন
0

‘জুলাই গণহত্যার বিচার গ্রহণযোগ্য রাখতে সব নিয়ম মেনেই শেষ করা হবে’

জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) সকালে রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই শেষ করা হবে। বিচারকাজ এমনভাবে করা হবে, যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে।’

আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে বিচার, সংস্কার ও নির্বাচন। সরকার দায়িত্ব নেয়ার পর দুই সপ্তাহের মধ্যে শূন্য থেকে প্রসিকিউশনের কাজ শুরু করতে হয়েছে।’

জুলাই গণহত্যার বিষয়ে এ সরকারের বিন্দুমাত্র অবহেলা নেই বলেও জানান আইন উপদেষ্টা।

এসএস