উপদেষ্টা বলেন, ‘জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই শেষ করা হবে। বিচারকাজ এমনভাবে করা হবে, যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে।’
আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে বিচার, সংস্কার ও নির্বাচন। সরকার দায়িত্ব নেয়ার পর দুই সপ্তাহের মধ্যে শূন্য থেকে প্রসিকিউশনের কাজ শুরু করতে হয়েছে।’
জুলাই গণহত্যার বিষয়ে এ সরকারের বিন্দুমাত্র অবহেলা নেই বলেও জানান আইন উপদেষ্টা।