আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ২ জন ও খুলনা বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৬৯ জন ডেঙ্গুরোগী।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে নারী ৩৬.৯ শতাংশ ও পুরুষ ৬৩.১ শতাংশ।