দেশে এখন
0

আতশবাজি, ফানুস পুড়িয়ে শব্দ ও বায়ুদূষণ রোধের দাবি

খ্রিস্টীয় নববর্ষ ও থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস পুড়িয়ে শব্দ ও বায়ুদূষণ রোধের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্যাপস।

আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় বায়ু ও শব্দ দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। 

আতশবাজি, পটকা ও ফানুস পোড়ানোয় মানুষ, পরিবেশ ও প্রাণিকুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেও অভিযোগ করেন তারা। এসময় বর্ষবরণে এসব কর্মকান্ডকে নিরুৎসাহিত করেন তারা। 

সংবাদ সম্মেলনে ঢাকার বিভিন্ন স্থানের বর্ষবরণ ঘিরে সৃষ্ট দূষণ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরা হয়।

ইএ