আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় বায়ু ও শব্দ দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে যায়।
আতশবাজি, পটকা ও ফানুস পোড়ানোয় মানুষ, পরিবেশ ও প্রাণিকুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেও অভিযোগ করেন তারা। এসময় বর্ষবরণে এসব কর্মকান্ডকে নিরুৎসাহিত করেন তারা।
সংবাদ সম্মেলনে ঢাকার বিভিন্ন স্থানের বর্ষবরণ ঘিরে সৃষ্ট দূষণ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরা হয়।