দীর্ঘদিন ধরে সংগঠনটি কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।
আন্দোলনের ৪৩তম দিনে এসে সংগঠনটি আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) এমন আয়োজন করে।
এসময় এই আন্দোলনের দুই সমন্বয়ক আমিরুল রাজিব ও নাঈম উল হাসান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ বাতিল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।