মেগা প্রকল্প ঘিরেই চলেছে দুর্নীতি ও অর্থপাচার: সারজিস আলম

দেশে এখন
0

পদ্মা সেতুর মতো মেগা অবকাঠামোকে সামনে রেখেই আওয়ামী লীগ কয়েক মেয়াদে ক্ষমতা ধরে রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘এসব মেগা প্রকল্প ঘিরেই চলেছে দুর্নীতি ও অর্থপাচার।’

আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে তদবিরের সংস্কৃতি তৈরি করেছে।’ এ সময় দেশে নেতা তৈরি না করে দাস ও দালাল তৈরি করা হয়েছে বলেই মন্তব্য করেন তিনি। এছাড়া আগামী দুই মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে বলে জানান তিনি।

এএম