আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে তদবিরের সংস্কৃতি তৈরি করেছে।’ এ সময় দেশে নেতা তৈরি না করে দাস ও দালাল তৈরি করা হয়েছে বলেই মন্তব্য করেন তিনি। এছাড়া আগামী দুই মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে বলে জানান তিনি।