দেশে এখন
0

নেত্রকোণায় বড়দিনের শেষ সময় প্রস্তুতি ঘিরে ব্যস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নেত্রকোণার গির্জাগুলোতে সকল প্রস্তুতি শেষ হয়েছে। ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি চলছে শেষ মুহূর্তে আলোকসজ্জার কাজ।

দিনটিকে কেন্দ্র করে জেলার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রস্তুতি যেন উৎসবের আমেজ। আগামীকাল সকালে প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের সূচনা হবে।

এর মধ্যে দুর্গাপুরের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), রানীখং ক্যাথলিক গির্জা সকাল ৯ টায় প্রার্থনা অনুষ্ঠান শুরু হবে।

দুর্গাপুরে ৭২টি ও কলমাকান্দা উপজেলায় ৭৪টিসহ জেলায় মোট ১৪৬টি গির্জায় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে রয়েছে নানা প্রস্তুতি। পুলিশের সাথে থাকবে সাদা পোশাকের পুলিশ। নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

তিনি জানান, বড়দিনের আয়োজনকে ঘিরে ধর্মীয় উপাসনালয়গুলোতে পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোবাইল টিমের মাধ্যমে প্রতিটি গির্জায় বিশেষ নজরদারি রাখা হবে। এ বছর জেলা পুলিশের পক্ষ থেকে সদর, দুর্গাপুর ও কলমাকান্দার ১২১টি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

ইএ