দেশে এখন
0

নেত্রকোণায় পানিতে ডুবে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু

নেত্রকোণায় দুই উপজেলায় একদিনেই নদী ও পুকুরের পানিতে ডুবে ৪ শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন দুর্গাপুর ও বাকি তিনজন পূর্বধলা উপজেলার।

আজ (রোববার, ২৩ জুন) দুপুরে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে গোসল নেমে পানিতে ডুবে জাহাঙ্গীর (৫) নামের এক শিশু এবং কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় আফিয়া নামে দুই বছরের আরেক শিশু। 

নিহত শিশু জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আর নিহত আফিয়া কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামের ইমরান মিয়ার মেয়ে। 

অপরদিকে সকালে পূর্বধলায় বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে সালমা আক্তার (২১) নামের এক নারী মৃত্যু হয় আর নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর কংস নদ থেকে তাসকিন (৭) ও নোমান (৮) দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সালমা আক্তার উপজেলা আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে। 

শিশু তাসকিন সদর উপজেলার সাতপাই গ্রামের মো. আল মামুনের ছেলে ও শিশু নোমান পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলী'র ছেলে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত তিন শিশুসহ চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শিশু জাহাঙ্গীর (৫) মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে তাঁরা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সকল ঘটনায় দুই থানাতেই পৃথক ভাবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর