দেশে এখন
0

শ্রীপুরে বোতাম কারখানা থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেলো রাতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে, মৃত ৩ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১ জনের পরিচয় পাওয়া গেছে। মরদেহগুলো পুড়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্তে নমুনা সংগ্রহ করেছে পিবিআই।

রোববার দুপুর দেড়টার দিকে কারখানাটিতে কেমিক্যাল ড্রামের বিস্ফোরণ থেকে আগুন লাগে। সেসময় কারখানার ভেতরে রংমিস্ত্রিরা কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, মৃত সবাই রংমিস্ত্রি।

এএইচ