এর আগে আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ইউরিয়া সার নিয়ে পাবনার নগরবাড়ি যাওয়ার পথে আল বাখেরা জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। এতে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার এবং কয়েকজনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড।
নিহতরা হলেন জাহাজের মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রীজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। তবে একজনের নাম জানা যায় নি। আহত ব্যক্তির নাম জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের সবারই বাড়ি নড়াইল জেলায়।
জানা গেছে, চাঁদপুরের মাঝির চর বাজার নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে উদ্ধারকাজে ঘটনাস্থলে যায় কোস্টগার্ড ও পুলিশ।
চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার ফজলু হক বলেন, ‘চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
পরে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মধ্যে আরো দু’জনের মৃত্যু হয়। বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।
নৌ পুলিশ জানায়, জাহাজটি চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙররত ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।
নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা বিকেল ৩টার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে ৫ জনের মরদেহ দেখতে পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় গেছে। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজনই জাহাজটিতে অবস্থান করছিল বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।