দেশে এখন
0

সড়ক দুর্ঘটনায় নাটোরে ও কুমিল্লায় পাঁচজনের মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। এছাড়া গতকাল (রোববার, ২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ঘন কুয়াশায় প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। ঝরছে প্রাণ। যানজটে বাড়ছে দীর্ঘ জনদুর্ভোগ।

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) সকালে নাটোর সদরের ডাল সড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সাথে বগুড়া থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এর পর ঘটে একে একে ছয়টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ। উল্টে খাদে পড়ে যায় একটি ট্রাক। রাস্তার ওপর বিধ্বস্ত অবস্থায় ছিটকে পড়ে পণ্যবাহী আরও অন্তত চারটি ট্রাক। এতে ঘটনাস্থলেই এক চালক প্রাণ হারায়। আহত অন্তত চারজনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

একজন যাত্রী বলেন, 'ড্রাইভার ধাক্কা লেগে চ্যাপ্টা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে উনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ছয়টা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। পাঁচটা গাড়ি রাস্তার উপর আছে, র একটা পানিতে পড়ে গেছে।'

এদিকে দুর্ঘটনার কারণে সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া আলাদা দুর্ঘটনায় আরও এক নারী প্রাণ হারায়।

অন্যদিকে গেলো মধ্যরাতে কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় এই নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এসএস