দেশে এখন
0

পিলখানা হত্যাকাণ্ড ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) ২৯ তম বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দুই মাসে নয় বরং গত দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। রোহিঙ্গাদের আর দেশে প্রবেশ করতে দেয়া হবে না।'

শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসএস