দেশে এখন
0

ধানমন্ডির বায়তুল আমানে বাদ এশা হাসান আরিফের প্রথম জানাজা

অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম জানাজা আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

আর দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে বাদ জোহর অনুষ্ঠিত হবে। হাসান আরিফের মেয়ে দেশে ফিরলে এরপর দাফনের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে প্রয়াতের পরিবার।

প্রথম জানাজায় প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান ও বিভিন্ন উপদেষ্টাসহ বিভিন্ন রাজনীতিক অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে আজ বিকেলে ৩টায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এই তিনি।

এএম