কর্ণফুলীর পাড়ে চট্টগ্রাম নেভাল জেটিতে আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) দুপুর ২টায় উন্মুক্ত করা হয় বানৌজা সমুদ্র অভিযান নামের যুদ্ধ জাহাজ।
২৯ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারা ১১৫ মিটার দীর্ঘ এই জাহাজ দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। একইভাবে খুলনায় উন্মুক্ত রাখা হয় বানৌজা পদ্মা। ২০১৩ সালে কমিশন পাওয়ার পর দেশের নৌসীমার নিরাপত্তার কাজ করছে এই যুদ্ধজাহাজটি।
এছাড়া বরিশাল, পটুয়াখালী ও মোংলাতেও সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ। একনজর দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ।