আজ (রোববার, ১৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার কানলার হাওরের একটি বাঁধে কোদাল দিয়ে মাটি ফেলে বাঁধের কাজের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
এ সময় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলার ছোটবড় ১৩৪টি হাওরে প্রতি বছর সোয়া দুই লাখ হেক্টরের মতো জমিতে বোরো ধানের আবাদ হয়।
এসব হাওরে বেড়িবাঁধ আছে এক হাজার ৭১৮ কিলোমিটার। তবে এ বছর বন্যায় বাঁধের তেমন কোনো ক্ষতি না হওয়ায় ৫৮৮ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করা হবে।
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘আজকে সুনামগঞ্জে হাওরের ফসল বন্যা থেকে রক্ষা করার জন্য বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। তবে যে জায়গায় বাঁধের কাজ এখনো শুরু হয়নি সেই সব জায়গায় দ্রুত কাজ শুরু করা হবে।’