আজ (রোববার, ৩০ জুন) দুপুরে পানি বৃদ্ধির বিষয়টি এখন টেলিভিশনকে নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
তিনি বলেন, 'সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও বন্যার কোনো শঙ্কা নেই। তবে ভারতের চেরাপুঞ্জিতে যদি ভারি বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল নামে তাহলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।'
উল্লেখ্য, গত ১৬ জুন সুনামগঞ্জে চলতি বছর প্রথম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে জেলার সাত উপজেলার সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। সেই সাথে পাহাড়ি ঢলে ৭২ কোটি টাকার মাছ ভেসে যাওয়ার পাশাপাশি ৩০ কোটি টাকার ফসলি জমি নষ্ট হয়ে যায়।