স্বাস্থ্য
দেশে এখন
0

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে ৩৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৯৪৭ জন রোগী। আর মারা গেছেন ৫৪১ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৫ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে ৬২.৮ শতাংশ পুরুষ ও ৩৭.২ শতাংশ নারী।

ইএ