বান্দরবানে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

এখন জনপদে
0

বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের যোগসাজশে পাহাড়ের মাটি, ঝর্ণার পাথর ও মানহীন ইট দিয়ে তৈরি হচ্ছে সড়ক। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।

চলছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে সড়ক নির্মাণ কাজ। তবে তোয়াক্কা করা হচ্ছে না কোনো নিয়মনীতির। বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ি মাটি, আর সুড়কিও নিম্নমানের। এমনই অনিয়মের অভিযোগ উঠেছে বান্দরবানের থানচিতে ২০ কোটি টাকা ব্যয়ে চলমান সড়ক নির্মাণ কাজে।

গেল সাত মাসে জেলায় সড়ক নির্মাণ ও উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে দুইশ কোটি টাকার বেশি কাজের বরাদ্দ দেয়া হয়েছে। তবে শুধু দুর্গম পাহাড়ে নয় সমতল এলাকারও একই চিত্র। সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় সাড়ে সাত কিলোমিটার সড়ক প্রশস্তের কাজেও দেখা দিয়েছে অনিয়ম।

স্থানীয়দের অভিযোগ, সড়কে ব্যবহৃত হচ্ছে নিম্ন মানের ইট-বালি, সিমেন্টসহ নানা নির্মাণ সামগ্রী। তদারকির অভাবে কোনো রকম কাজ করেই দায় সারছে ঠিকাদার প্রতিষ্ঠান।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এখানে সিমেন্ট যেটা দেয়ার কথা ছিল সেটা দেয়া হচ্ছে না, পাথরও দেয়া হচ্ছে নিম্নমানের।’

আরেকজন বলেন, ‘ তারা কেবল দায়সারা কাজ করে যাচ্ছে।’

৩নং বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহা মারমা বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে আমার কাছে অভিযোগ এসেছে যে কাজের মান ভালো না এবং এই কাজে অনিয়ম হচ্ছে। এই কাজের দায়িত্বে যারা আছেন তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিষয়টি অবহিত করবো।’

অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলছেন নির্বাহী প্রকৌশলী।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর রহমান বলেন, ‘আমার এই জেলায় কেউ কাজে অনিয়ম বা খারাপ কাজ কেউ করতে পারবে না। আমাদের পূর্বনির্ধারিত পরিকল্পনা এবং নকশা অনুযায়ী কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আপনাদের অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আমি পরিদর্শনে যাবো এবং সেরকম কোনো অনিয়ম পেলে আমি ব্যবস্থা গ্রহণ করবো।’

যদি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করা না হয় তবে সড়ক কোনো কাজে আসবে না। তাই স্থানীয় সরকার বিভাগের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের।

এসএইচ