আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় একথা বলেছেন তারা।
এসময় আইন উপদেষ্টা আরও বলেন, 'এখন আর বিচার কাজে কেউ বাঁধা দেয় না। এসময় তিনি বলেন, দুর্নীতিবাজ যদি ক্ষমতাবান হয়, তবে দেশে অনাচার বাড়ে।'
এদিকে, দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন নাহলে দুদকের কার্যকারিতা বাস্তবায়ন সম্ভব নয়।
এমন পরিস্থিতিতে দুদককে ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযান ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।