আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলা যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ট্রাক ও বাসের চালকসহ ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত আরো ২০ জন। আমাদের উদ্ধার কাজ চলছে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।'