দেশের সকল মেধাকে কাজে লাগাতে সরকার কাজ করছে উল্লেখ করে এসময় উপদেষ্টা বলেন, 'অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে পারলেই সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের উত্তরসূরিরা জুলাই-আগস্ট অভ্যুত্থান করে দেশকে নতুনভাবে গঠনের সুযোগ তৈরি করেছেন। এই সুযোগ সবাইকে সচেতন ও সতর্কতার সাথে কাজে লাগিয়ে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।'
অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শারীরিক ও মানসিক বিশেষ চাহিদাসম্পন্নদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।