দেশে এখন
0

‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না’

পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ওই দেশমুখী হবে না।’

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকলে মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারত যা করছে, কোনো কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।’

আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে এ উপদেষ্টা বলেন, ‘আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যে কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি।’

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই আইন না মেনে বালু তোলা যাবে না। আমরা এই সিন্ডিকেটের মূল হোতাদের কোনো প্রকার ছাড় দিবো না।’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার রাকিব রাকিব, নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের (বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১) কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পরে ডাকাতিয়া নদী এলাকা এবং প্রকল্পের অন্যান্য কার্যক্রমও ঘুরে দেখা শেষে নারায়ণগঞ্জ নৌ বন্দরের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।

এএইচ