এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত খুনের প্রকৃত উদঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ও ডাকাতি বন্ধসহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুরসহ সারা দেশে এই কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশন।
শুক্র ও শনিবারের কর্মবিরতিতে দেশের বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। এদিকে দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করায় স্বস্তিতে ব্যবসায়ীরা।
এর আগে গেলো সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনার মাঝেরচর এলাকায় সারবাহী কার্গো জাহাজ এমবি আল বাখেরা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় তিনজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। জীবিত থাকা একমাত্র শ্রমিক জুয়েল রানা এখনো ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।