সরকার ও শাসনব্যবস্থার পরিবর্তনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গণতন্ত্র মঞ্চের ব্যানারে নাগরিক ঐক্যর কেন্দ্রীয় কার্যালয়ে আজ (বুধবার, ২৭ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
এ সময় বক্তারা বলেন,‘চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটছে সেগুলো উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে দেয়ার চেষ্টার অংশ। ’
‘ভারতসহ কয়েকটি দেশ বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে চায়। এখনো প্রশাসনে ফ্যাসিবাদের সমর্থকরা রয়েছে, যারা সরকারকে প্রশ্নের মুখে ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা।’