আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় শায়খ জমির উদ্দিন আল ইসলামি বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
খালিদ হোসেন বলেন, 'এই প্রথম বহু বছর পর জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিধিমতো ভোট হবে। একজনের ভোট আরেকজন কেটে নেয়ার প্র্যাকটিস আমরা বন্ধ করে দিব।'
তিনি বলেন, 'এই সরকার আল্লাহ না করুক কোনো কারণে যদি ব্যর্থ হয়, আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। দেশে কালো অন্ধকার নেমে আসবে।'
শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, 'জনগণ যাদের ম্যান্ডেট দিবে, আমরা নির্দ্বিধায় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো।'
দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই দাবি করে তিনি বলেন, 'যে সব মডেল মসজিদে অনিয়ম ও নির্মাণ ত্রুটি আছে, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
এসময় তিনি বিভিন্ন উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন। এর আগে শায়খ জমির উদ্দিন আল ইসলামি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে জামিয়াতুশ শায়খ জমির উদ্দিন আল ইসমামিয়ার জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।