দেশে এখন
0

সবার থেকে পরামর্শ নিচ্ছে সংবিধান সংস্কার কমিশন: আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশন সবার থেকে পরামর্শ নিচ্ছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আলী রীয়াজ। আজ (সোমবার, ২৫ নভেম্বর) বিকালে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘সংবিধান সংস্কার কমিশন সবার থেকে পরামর্শ নিচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী কিছু জায়গায় সংশোধন অথবা কিছু জায়গায় পরিবর্তন করার সাজেশন রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরবে।’

এছাড়াও শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন নাগরিক কমিটির সাথে আলোচনা করবে সংবিধান সংস্কার কমিশন বলেও জানান তিনি।

এদিকে বিকালে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নিকট সংবিধান সংস্কার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা জমা দেন।


এএইচ