দেশে এখন
0

নুরুল কবিরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসবির দুঃখ প্রকাশ, অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবি জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিউ এজ সম্পাদককে হয়রানির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে এরই মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এসবি আরো জানায়, বিগত সরকারের তৈরি করা একটি তালিকার কারণে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিদেশ সফরের সময় যাত্রীদের হয়রানির মাধ্যমে বাধা তৈরি করার উদ্দেশ্যে হাজারো মানুষকে এই ব্লকড লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই তালিকা সম্পর্কে পুলিশের বিশেষ শাখা জানায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এসবি রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের সেই তালিকা থেকে সরিয়ে নেয়ার কাজ শুরু করে।

পুলিশের এই বিশেষ শাখা জানিয়েছে, এ কাজগুলোর বেশিরভাগই যেহেতু ম্যানুয়ালি করা হচ্ছে। ফলে কিছু নাম এখনো তালিকায় রয়ে গেছে। তালিকা থেকে নাম অপসারণের কাজ ত্বরান্বিত করেছি। পাশাপাশি সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। স্পেশাল ব্রাঞ্চ বলছে, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু এবং দৃষ্টান্তমূলকভাবে দেশের সেবা করতে চায়।

এর আগে গতকাল রাতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সিনিয়র সাংবাদিক নূরুল কবির শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন।

এএম