হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবি জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিউ এজ সম্পাদককে হয়রানির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে এরই মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।