এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক সচিব এ এস এম নাসির উদ্দীনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নতুন চার নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্মদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করার আড়াই মাস পর গঠিত হলো নতুন এই কমিশন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে নবগঠিত এই কমিশন।