তিনি বলেন, ‘একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা প্রয়োজন।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্ত দেবে না।’ তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং এতে সাথে থাকারও প্রতিশ্রুতি দেন।
আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সংসদ নির্বাচন- রাজনৈতিক দলগুলোর এমন বিতর্কের মধ্যে কোনো পথে এগোচ্ছে নির্বাচন কমিশন?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।’
এ.এম.এম নাসির উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকার দুটো ডেটলাইন দিয়েছে, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।’
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।