সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক আলোচনা সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। নির্বাচন অনুষ্ঠান ও ভোটার তালিকাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।
সিইসি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলে জানান তিনি।
জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে ১৬ লাখ মৃত ভোটার, ৩৬ লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। এজন্য নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব না।
নাসির উদ্দিন বলেন, '৩৬ লাখের ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগেই। কিন্তু তারা ভোটার হয়নি। আবার নতুন ভোটার আমরা যেগুলো আইডেন্টিফাই করেছি তাও সেটা ২০ লাখ। একটা স্বচ্ছ ভোটার তালিকা যখন আমরা দিতে পারবো, তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো।'
এছাড়াও ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে বলে জানান সিইসি।
নাসির উদ্দিন বলেন, 'নির্বাচনের তারিখের প্রায় ২ মাস আগে আমাদের শিডিউল ডেট লিখতে হয়। যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ঘোষণা করতে হবে।'
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তার উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চান প্রধান নির্বাচন কমিশনার।