দেশে এখন
0

রাচির মৃত্যুতে আট দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি জাবি শিক্ষার্থীদের

ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় আট দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান গেটগুলোতে তালা ঝুলিয়ে দেয় তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহতের প্রতিবাদে কর্মসূচি ক্যাম্পাস ব্লকেড চলছে। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ ঘটনা এক ডেপুটি রেজিস্ট্রারসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আজ (বুধবার, ২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

একজন শিক্ষার্থী বলেন, 'প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে। আমাদের মেডিকেল সেন্টারের একটা দুর্বলতার জায়গা আছে। এবং আমাদের অনিয়ম দুর্নীতির বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের রাচি বোনটি মারা গেছে।'

অন্য একজন শিক্ষার্থী বলেন, 'জাহাঙ্গীরনগরে যে মেডিকেল সেন্টারে আছে সেটা যদি আর একটু উন্নত হতো, তার যে ইকুইপমেন্ট দরকার সেগুলো যদি পর্যাপ্ত থাকতো, ডাক্তারের উপস্থিতি যদি থাকতো তাহলে তো রাচি এখনও আমাদের সাথে থাকতো।'

শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বলেন, 'আমরা আট দফা দাবি দিয়েছি যেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বয়কট করেছি।'

ক্যাম্পাসে মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জাবি ছাত্রনেতাদের।

জাবি'র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজমুল হাসান বলেন, 'এ ধরনের মৃত্যু অপ্রত্যাশিত। একটি ফুল অকালে ঝড়ে পড়লো। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে সমস্ত ব্যাটারিচালিত অটোরিক্সা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতিদ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে।'

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি, নিরাপদ ক্যাম্পাসে জন্য এখনই যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন তারা।

নাজমুল হাসান বলেন, 'ফুটপাত, স্পিড ব্রেকার দিতে হবে। আর যেন কোনো রাচি অকালে ঝড়ে না যায়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে রাচির জন্য গভীরভাবে শোকাহত।'

গেল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

এসএস