জ্বালানি সক্ষমতা ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তেল ও গ্যাস শিল্পে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু দশক পর দেশটিতে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ক্রিস রাইটের মতো অভিজ্ঞ ব্যক্তিকে জ্বালানি দপ্তরের দায়িত্ব দেয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক জোট গঠনের বিষয়টিকে একেবারেই সমর্থন করেন না ট্রাম্প। অতীতে জলবায়ু আন্দোলনের সাথে জড়িতদের 'জীবন্ত আতঙ্ক' বলে ঠাট্টা করেছেন ক্রিস রাইট।
আরও দাবি করেছেন, ডেমোক্র্যাটদের পরিবেশ নীতি আর সোভিয়েত সমাজতন্ত্র একই জিনিস।