দেশে এখন
0

সিসি ক্যামেরাসহ নানা সরঞ্জাম সংকট, রাজশাহীতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

নিরাপত্তা ঝুঁকি বাড়ছে রাজশাহীতে। বাড়ছে চুরি, ছিনতাই, লুটের মতো ঘটনা। পুলিশের সাইবার ইউনিটের সিসি ক্যামেরাসহ নানা সরঞ্জাম সংকটে পড়েছে পুলিশ। সিটি কপোরেশনের স্থাপনা সংস্কারের ২২ কোটি টাকার বরাদ্দ থেকে এ খাতে পুলিশকে সহায়তা করবে সিটি করপোরেশন। দ্রুত সবকিছু স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার কথা জানালেন পুলিশের শীর্ষ কর্মকর্তা।

২৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টা। হঠাৎ করেই রাজশাহী নগরীর সড়ক থেকে একজনকে অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছে একদল লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লেও, কে বা কারা তার সন্ধান মিলেনি।

পথচারী থেকে যানবাহন চালক, অনেকেরই অভিযোগ, নগরীতে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, প্রায়ই ঘটছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এ নিয়ে দুশ্চিন্তা বাড়লেও, পুলিশের তৎপরতায় ঘাটতি আছে বলে মনে করছেন নগরবাসী।

পুলিশ বলছে, বিগত সময়ে নগরীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকায় অপরাধ দমন অনেকটা সহজ ছিল। তবে গেল ৫ আগস্টের পর নগরীর বিভিন্ন স্থানের প্রায় পৌনে চার'শ সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। পুড়িয়ে ফেলা হয় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কন্ট্রোলরুম।

পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন,‘সিসি ক্যামেরা না থাকলেও আমাদের সাইবার ইউনিট সীমিত পরিসরে আবারো আমরা সচল করেছি’

এ অবস্থায় নগর নিরাপত্তায় পুলিশের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির সংস্কার কাজে গৃহীত ২২ কোটি টাকার প্রকল্পে গুরুত্ব পাচ্ছে পুলিশের সিসি ক্যামেরার বরাদ্দ।

রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘সিসি ক্যামেরা মেইনটেনেন্সের জন্য সিটি করপোরেশনের থেকে মহানগর পুলিশকে প্রতি মাসে ৫০ হাজার করে দেয়া হয়ে থাকি। এটা আগামীতেও অব্যাহত রাখবো এবং ভবিষ্যতে নগরবাসী যেন নিরাপদের থাকে সেজন্য দুই দপ্তর একসঙ্গে কাজ করবো।’

নগর পুলিশের বিভিন্ন ভবনের নিরাপত্তায় এরই মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তবে সাইবার ইউনিটকে ঘুরে দাঁড়াতে কোটি টাকার সরঞ্জাম প্রয়োজন বলছে পুলিশ সদর দপ্তর।

রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আরো বলেন, ‘প্রায় ৫০০ সিসি ক্যামেরাসহ আনুষঙ্গিক যন্ত্রাংশের জন্য প্রায় কোটি টাকার ওপর খরচ হয়ে যাবে। আমরা কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও রিকোয়েস্ট করেছি, সেখান থেকেও সাহায্য পেলেও তা আমাদের কাজে লাগবে।’

রাজশাহীতে ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের শহর না বাড়লেও, বেড়েছে মেট্রোপলিটন এলাকার পরিধি। সেখানে গেল দুই মাসে ১২টি থানায় ৪২ টি মামলা চুরি-ছিনতাই এবং সম্পত্তি লুটের, অভিযোগ আছে আরো অর্ধশতের মতো। এ অবস্থার উত্তরণে, ছাত্রদের রাত্রিকালীন পাহারার মতো, এলাকা ভিত্তিক নিরাপত্তা গড়ে তোলার পরামর্শ দিচ্ছে অপরাধ বিশ্লেষকরা।


এএম