দিনভর সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরের সামনের সড়কে অবস্থান নেয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা- যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতা। যার মধ্যে কারও এক পা নেই, কেউ হুইলচেয়ার আবার কেউ চোখে বেন্ডিজ নিয়ে অংশ নেয় এই আন্দোলনে।
এসময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন স্লোগানও দেন আহতরা। একই সাথে সেখানে চার উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানান তারা। তবে সেই দাবি অনুযায়ী কোনো উপদেষ্টা না আসলে রাত ১২টার পরও সড়কে অবস্থান অব্যাহত রাখেন।
একপর্যায়ে রাত ২টার পর আহত ব্যক্তিদের দাবি শুনতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। এসময় তারা এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এছাড়া বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আহত ব্যক্তিদের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেন উপদেষ্টারা। এমনকি আহতদের পরিবহন করতে বাসের ব্যবস্থা করাও হবে। একইসাথে ডিসেম্বরের মধ্যে সকল সমস্য সমাধানের প্রতিশ্রুতি দেন আহতদের সাথে দেখা করতে আসা উপদেষ্টারা।
উপদেষ্টাদের থেকে সুচিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি পেয়ে হাসপাতালে ফিরে যান আহত ব্যক্তিরা। তাদেরকে হাসপাতালে উঠিয়ে দিয়ে ভোররাতে ফেরেন উপদেষ্টারাও।
এর আগে, বুধবার বেলা ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সাথে নিয়ে জুলাই-আগস্টে আহতদের দেখতে জাতীয় পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে আহতদের তোপের মুখে কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত হাসপাতাল ছেড়ে যান তিনি।