আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ ঘণ্টার অভ্যন্তরীণ মিটিং শেষে এ কথা বলেন তিনি।
আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনো বিভাজন নেই। সরকারের ভালো কাজের পাশে থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’
তবে সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করা হবে বলেও জানান তিনি।
নতুন উপদেষ্টাদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘ছাত্র জনতার সাথে আলোচনা না করে কী প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হলো?’
এ সময় তিনি আরো বলেন, ‘এক থেকে দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।’