সিলেট তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক জানান, গত ৫ তারিখে তামাবিল স্থলবন্দর দিয়ে মিথানলবাহী ট্যাংকলরিটি বাংলাদেশে প্রবেশ করে। মিথানল অন্য গাড়িতে লোড হয়ে গেলেও খালি গাড়িতে আজ আগুন লেগে যায়। সাথে সাথে ভারতের ডাউকির ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে রাখা হয়। পরবর্তীতে বাংলাদেশের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন লেগে যায়। আগুনে বড় কোন ক্ষয়ক্ষতি না হলেও মিথানলবাহী ট্যাংকলরির সামনের অংশ পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।